ঝালকাঠী

ঝালকাঠিতে রাকিবুলের লাশ নিয়ে বিক্ষোভ

By admin

September 03, 2022

 

নবকন্ঠ ডেস্ক, ঝালকাঠি:: ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত রাকিবুল ইসলামের (৪০) মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে স্বজনরা।

 

 

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনে আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন স্বজনরা।

 

 

এরআগে ৬ দিন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টায় মারা যান রাকিবুল ইসলাম।

 

 

রাকিবুলের ভাই তারিকুল ইসলাম তারেক জানান, প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে স্বজনদের নিয়ে বিক্ষোভ এবং মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

 

উল্লেখ্য, গত ২৭ আগস্ট শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের ষাটকড়ার মোড় এলাকায় জমিতে আমন ধানের চারা রোপণ করা নিয়ে সংঘর্ষে বাবা ছেলেসহ দুই পক্ষের কমপক্ষে পাঁচ জন গুরুতর আহত হয়। আহতরা হচ্ছেন- শফি উদ্দিন হাওলাদার (৭৩) তার ছেলে তারিকুল ইসলাম তারেক (৪৩), রাকিবুল ইসলাম (৪০) এবং স্ত্রী নুরজাহান বেগম লিলি (৬০), অপর পক্ষের নজরুল ইসলাম হাওলাদার (৩৭)।

 

 

এদিকে রাকিবুল নিহতের ঘটনায় শুক্রবার আহত তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে থানায় নামধারী ৫ জনসহ অজ্ঞাতদের নামে একটি মামলা দায়ের করেন। মামলায় শহীদুল ইসলাম শহিদ (৫৫), ইব্রাহিম হোসেন তপু হাওলাদার (৪৫), নজরুল ইসলাম হাওলাদার (৩৭), মো. মামুন হাওলাদার (৪৫), মো. মিজান হাওলাদারকে (৫০) আসামি করা হয়।

 

 

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শাহিন হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়ে এজাহারভুক্ত করেছি। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।