ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১
ঝালকঠি : ঝালকাঠির কাঠালিয়ার উত্তর বলতলা গ্রামে রুবেল খান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ওই এলকার মৃত্যু আব্দুল বারেক খানের ছেলে। নিহত রুবেল এলাকায় কৃষি কাজ করতো।
শনিবার রাত ১০টার দিকে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন। পাশবর্তী বাবুলের গৃহে ডেকে এনে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ রক্তাক্ত মৃত্যুদেহ উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি। তবে কি কারণে এ হত্যা তা এখনো জানা যায়নি।
অন্যদিকে জেলার নলছিটিতে জবাই করে যুবককে হত্যার ঘটনায় প্রায় ৭ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
উল্লেখ্য, গত ৭ বছর পূর্বে আব্দুল বারেক খান এবং তিন বছর পূর্বে তার অপর এক ছেলে রাসেল দূর্বৃত্তের হাতে খুন হন। এনিয়ে একই পরিবারের তিন বাপ-পুত্র খুন হলো।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক