ঝালকাঠী

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

By admin

April 03, 2022

 

ঝালকাঠি-খুলনা মহাসড়কের বৈদারাপুর এলাকায় ইসলাম পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস রবিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে শনিবার রাতে ছেড়ে আসা ইসলাম পরিবহন নামের ওই বাসটি বরগুনার পাথরাগাটা যাচ্ছিল। বৈদারাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

 

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই পাথরঘাটা এলাকার বাসিন্দা।