ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
ঝালকাঠি : ঝালকাঠির ভাতাপ্রাপ্ত পাঁচজন মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। এরা হলেন সদর উপজেলার সুলতান হোসেন, মো. আ. রব হাওলাদার, মোহাম্মদ আলতাফ হোসেন, নলছিটি উপজেলার মো. সুলতান আহম্মেদ মৃধা ও কাঠালিয়া উপজেলার আবুল বাশার।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) রথীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। গত ২২ নভেম্বর এই চিঠি দেয়া হয়। বুধবার সাংবাদিকরা এ খবর জানতে পারে।
জামুকার ৪৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সুলতান হোসেন, ৫৭তম সিদ্ধান্ত অনুযায়ী মো. আ. রব হাওলাদার, ৬৬তম সিদ্ধান্ত অনুযায়ী আবুল বাশার, ৬১তম সিদ্ধান্ত অনুযায়ী মো. সুলতান আহম্মেদ মৃধা ও ৬৫তম সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ আলতাফ হোসেন এর গেজেট ও সনদ বাতিল করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক