ঝালকাঠিতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে মাইশা (৮) ও হালিমা (৫) নামের দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

 

 

রোববার (৪ জুন)সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

 

 

স্থানীয়রা জানায়, আমুয়া বন্দরের মরিচবুনিয়া গ্রামের মো. শাহাবুদ্দিনের মেয়ে মাইশা (৮) ও তার ভাই হুমায়ুন কবিরের মেয়ে হালিমা আক্তার (৫) দুপুরে বাড়ির পেছনের খেলা করছিল। খেলার ছলে তারা পাশের ডোবায় পরে তলিয়ে যায়।

 

 

স্বজনরা তাদের না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে পাশের ডেবা থেকে শিশু দুটিকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত্যু ঘোষণা করেন।

 

 

কাঁঠালিয়া থানার (ওসি) বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ