ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২
ঝালকাঠিতে নরসুন্দর (সেলুন মালিক) পঙ্কজ শীল হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নরসুন্দর সমবায় সমিতি।
বুধবার সকাল ১০ টায় ঝালকাঠি কালেক্টরেট ভবনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ঝালকাঠির সকল সেলুন মালিক ও কর্মচারীরা অংশ নেন। এসময় সমিতির আওতাভুক্ত ঝালকাঠির সকল সেলুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বন্ধ রাখা হয়।
ঝালকাঠি নরসুন্দর সমবায় সমিতি আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার, নরসুন্দর সমবায় সমিতির সভাপতি জগদীশ চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র শীল।
বক্তারা বলেন, বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে পঙ্কজ শীলকে, এটা একটি পরিকল্পিত হত্যা।’ ঘটনার তিন দিন অতিবাহিত হলেও পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ের পশ্চিম বাড়ইকরন গ্রামে শহীদিয়া খালে গত ১১ জুন রোববার সন্ধ্যায় পঙ্কজ শীল নামের ৩২ বছর বয়সী এই যুবকের হাত পা বাধা মরদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক