ঝালকাঠিতে নামাজ পড়ে ফেরার পথে সড়কে বৃদ্ধের মৃত্যু!

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২

ঝালকাঠিতে নামাজ পড়ে ফেরার পথে সড়কে বৃদ্ধের মৃত্যু!
নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠিতে পেপসিবাহী গাড়ির ধাক্কায় কালাম খান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ইছানীল স্কুলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত কালাম খান ওই এলাকার মৃত ফজলে আলী খানের ছেলে ও চার সন্তানের জনক।

 

 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার মাগরিবের নামাজ শেষে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি শহরের ইছানীল স্কুলের সামনের রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ কালাম। এ সময় পেপসিবাহী গাড়ি (টমটম/ভটভটি) তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

সদর থানা পুলিশের এসআই নুরুল ইসলাম জানান, গাড়িতে খাঁচা তৈরি করে পেপসি সরবরাহ করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় ইছানীল স্কুল এলাকায় আসলে হঠাৎ রাস্তার মাঝে বৃদ্ধকে দেখলে ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বৃদ্ধ আহত হন। গাড়িটিও দুমড়ে-মুছড়ে যায়। পরে স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে পালিয়েছেন গাড়ির চালক। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ