ঝালকাঠী

ঝালকাঠিতে দুই মাদক সেবী আটক

By admin

June 14, 2022

 

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শহরের পূর্ব বিকনা এলাকা থেকে গত ১৩ জুন ২০২২ইং মঙ্গলবার রাত নয় টায় দুই মাদক সেবনকারী কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।

 

আটককৃত মাদক সেবনকারী পূর্ব বিকনা এলাকার সেলিম গাজীর ছেলে রাকিব গাজী( ২১) ও ফরিদ গাজীর ছেলে তাওহীদ গাজী(২২) আটককৃত মাদক সেবীদের ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েম সহকারী কমিশনার এর ভ্রাম্যমান আদালতে রাকিব গাজী ও ফরিদ গাজী কে দশহাজার টাকা অর্থদণ্ড ও একদিনের সাজা প্রদান করে ঝালকাঠি জেলা কারাগারে প্রেরণ করেন।

 

এ বিষয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রব বলেন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের টিম গাঁজা সেবন অবস্থায় মাদকসেবীদের আটক করে। ঝালকাঠিতে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।