ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় পথচারী নিহত
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় আব্দুল হাকীম মীর নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজাপুর থেকে বালু বহন করা একটি ট্রলি গালুয়া যাচ্ছিল। এ সময় হঠাৎ ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আব্দুল হাকীমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

 

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ