ঝালকাঠিতে গাছ থেকে পড়ে হাসান হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার নথুল্লাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসান হাওলাদার বাসন্ডা ইউনিয়নের লেশপ্রতাপ গ্রামের জব্বার হাওলাদারের বড় ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ সাবের আহম্মেদ জানান, হাসান চাম্বল গাছের ডাল কাটার জন্য প্রায় ৫০ ফুট ওপরে ওঠেন। ডাল কাটা হলে সেই ডালের সঙ্গে হাসান মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। গাছের সঙ্গে রশি দিয়ে যদি তার শরীর বাঁধা থাকতো তাহলে তিনি গাছ থেকে হয়তো পড়তেন না।
ওসি নাসির উদ্দীন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।