ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ঝালকাঠিতে পাঁচ শতাধিক ইয়াবাসহ তুহিন হাওলাদার (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার রাতে শহরের পালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের জানান, বিপুল পরিমান ইয়াবাসহ পালবাড়ি এলাকায় অবস্থান করছিল মাদক কারবারি তুহিন হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। তাঁর কাছ থেকে পাঁচ শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া তুহিন হাওলাদার পালবাড়ি এলাকার আদম আলী হাওলাদারের ছেলে। তুহিনকে ঝালকাঠি থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা দায়ের করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক