ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটিতে উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. জাহিদুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শীতলপাড়া এলাকায় খবির উদ্দিনের বোরো ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের রিপন হোসেন খানের ছেলে। সে স্থানীয় নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, কৃষক খবির উদ্দিনের ছেলেরা বোরো ধানের ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতেন। বিষয়টি কারো জানা ছিল না। রাতে জাহিদুল ক্ষেতের পাশ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। এ সময় সে ওই ফাঁদের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় রাতে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, রাতেই ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক