ঝালকাঠিতে অটো চালক নাসিরের হত্যাকারীর বিচার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় অটো চালক মোঃ নাসির উদ্দীনের হত্যাকারীর ফাঁসির দাবীতে পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছে।

 

আজ (৬ মার্চ) রোববার সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদের সামনের সড়কে নাসিরের শিশু-সন্তান, স্ত্রী, মা ও ভাইসহ পরিবারের সদস্য এবং এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

 

কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির অংশগ্রহণ করে হত্যাকারীর ফাঁসির দাবী জানান। বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ দুই ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, আওয়ামীলীগ নেতা তরুন সিকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তারিকুজ্জামান, নাসিরের ভাই জমিস ও বসির এবং স্ত্রী।

 

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি অটোসহ নাসির নিখোঁজ হন। পরেরদিন মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরে কেয়াবন থেকে পিছমোড়া হাত বাধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুই দিন উপজেলা বাঁশবুনিয়া গ্রাম থেকে সাকির হোসেন নামে এক যুবককে আটক করে র‍্যাব-৮। এসময় সাকিরের স্বিকারউক্তি মতে ভান্ডারিয়া থেকে অটোটি এবং পার্শ্ববর্তি বামনা থেকে নাসিরের ব্যবহৃত মোবাইল ও টর্চ লাইট উদ্ধার করে র‍্যাব।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ