ঝালকাঠী

ঝালকাঠিতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃ’ত্যু

By admin

August 31, 2022

 

বরিশাল ॥ ঝালকাঠি কাঠালিয়া অটোরিক্সা চার্জ সংযোগ দিতে গিয়ে মো. এমাদুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেড়টার দিকে উপজেলার ৬ নং আওড়াবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত এমাদুল একই গ্রামের আঃ আউয়ালের ছেলে ।

 

 

স্থানীয়রা জানান, এমাদুল ইজিবাইক চালিয়ে সংসার চালায়। দুপুরে খালি পায়ে ভেজা অবস্থায় বাড়িতে অটোচার্জ সংযোগ দিতে যায় এবং এমাদুল বিড়দ্যুতায়িত হলে ডাক চিৎকারে প্রতিবেশীরা এবাদুলকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

 

 

রাজাপুর থানার এস আই গোবিন্দ জানান- খবর পেয়ে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রো থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আপত্তি না থাকায় তার বাবার হাতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রাজাপুর থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।