ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১
ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলার তারুলী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে লুৎফর রহমান নামে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ( শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত লুৎফর রহমানের স্ত্রী নুরুন্নাহার বেগম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী গোলাম মোস্তফা ও আব্দুল হাই হাওলাদারদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২২ ডিসেম্বর ওই জমির উপর দিয়ে তাদের যাতায়াতের রাস্তা প্রতিপক্ষ বন্ধ করে দেয়। এ ব্যাপারে জানতে চাইলে প্রতিপক্ষ লুৎফর রহমানসহ তাদের পিটিয়ে গুরুতর আহত করে। এরপর প্রথমে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার আশঙ্কাজনক অবস্থায় লুৎফর রহমানকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ঝালকাঠি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক