পটুয়াখালী

জোর করে অন্যত্র বিয়ে, কুয়াকাটায় প্রেমিক-প্রেমিকার বিষপান

By admin

February 26, 2021

 

পটুয়াখালী : কুয়াকাটায় প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান করেছেন। এ ঘটনায় প্রেমিক রাজুর (২২) মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুয়াকাটার লতাচাপালী ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

 

রাজু পাঞ্জুপাড়া গ্রামের সোহরাব খানের ছেলে। তার প্রেমিকা সুমাইয়া একই ইউনিয়নের আলিপুর গ্রামের এমাদুল আকনের মেয়ে।

 

এক বছর আগে একই ইউনিয়নের মাইটভাঙা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে কামালের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে রাজু ও সুরাইয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরিবার সম্পর্ক মেনে না নিয়ে গত বছর সুরাইয়াকে কামালের সঙ্গে বিয়ে দেয়।

 

সর্বশেষ বৃহস্পতিবার রাতে তারা দুজনে একসঙ্গে বিষপান করেন। স্থানীয়রা টের পেয়ে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

 

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ওই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।