ঝালকাঠী

জেলার শ্রেষ্ঠ শিক্ষকের পুরুস্কার পেলেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সুলতান-মোস্তফা

By admin

July 31, 2022

 

তপু মাঝি, ঝালকাঠি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২২ এর বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে শ্রেষ্ঠ ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

এ উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।

 

এসময় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক মোঃ সুলতান আহমেদ খান কে জেলার শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক ও মোস্তফা কামাল লাকচু কে জেলার শ্রেষ্ঠ বিএনসিসির শিক্ষকের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।