জেগে ওঠো আজ একুশে ফেব্রুয়ারীর দিনে প্রভাতে ফুলের তোড়া হাতে যাও শহীদ মিনারে।
লাল,নীল, সবুজ রঙ ছড়ায়ে ছড়ায়ে তরুণ-তরুণী নবীন-প্রবীণ ফুলে ফুলে ভরে দাও যন্ত্রণার শহীদ মিনারে।
আলপনার রঙে রাঙাও এ প্রভাত ভাই হারা বোন দুঃখ বেদনা ভুলে পায় যেন সান্তনা।
প্রভাত ফেরীতে আজ সাজো রঙিন সাজে ফুলে ফুলে দেই ঢেকে এ স্মৃতির আঙিনা।
ফুলের সুভাস ছড়ায়ে ছড়ায়ে একসাথে এক পথে নিস্তব্ধ এই পথান্তরে রক্তরাঙা স্মৃতির মিনারে।
গানের সুরে সুরে কবিতার ছন্দে ছন্দে আর গানে মুছে যেন ভাই হারা বোনের অশ্রুজল।
বোনটি যেন আজ হাসে বাগানে জুঁড়ে নতুন গোলাপ ফোঁটে বাংলাদেশের মাঠে-ঘাটে আশার আলো জ্বলে।