সারাবাংলা

জুয়েল হত্যার ঘটনায় গ্রেফতার আরও চারজন 

By admin

November 08, 2020

 

লালমনিরহাটের পাটগ্রামে শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

 

আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

 

গ্রেফতাররা হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের হাসানুর রহমান (২৫), আব্দুর রহিম (২২), সোহেল রানা (২০) ও মাইনুল ইসলাম (২৬)।

 

এ ঘটনায় দায়ের হওয়া পৃথক ৩টি মামলায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার ৯ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

এ দিকে ঢাকায় গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনকে (৪৫) পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পাটগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুমন্ত কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধান আসামিকে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে।