ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালী জেলায় দুমকি এলাকায় ওয়ারিশ সূত্রে ক্রয়কৃত জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী মোসাঃ আখি আক্তার।
সংবাদ সম্মেলনে আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা এলাকার মেহেদি হাসান নান্নু সরদারের স্ত্রী ভুক্ত ভোগী আখি আক্তার তার বক্তব্যে বলেন, তার ক্রয়কৃত ও রেকর্ডীয় সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি।
আমার চাচা শ্বশুর মোঃ সহিদ সরদার ঝাটরা মৌজার ৪৯নং খতিয়ানের ৩১১ নং দাগ জোর পুর্বক দখল করে বাড়ি নির্মানের চেষ্টা করে আসছে। আমি ১২/৫/২৫ তারিখ আদালতে উপস্থিত হয়ে মামলা দায়ের করি মামলা নং ৫১/২০২৫।
উক্ত মোকদ্দমার বিষয়ে উপজেলা ভুমি অফিস থেকে আগামী ২৬/৫/২০২৫ সরেজমিন তদন্ত কার্য করবে বলে উভয় পক্ষকে নোটিশ দিয়ে অবহিত করেছেন।
দুমকি থানার এএসআই দুলাল সরকার স্বাক্ষরিত নোটিশ এর মাধ্যমে উভয় পক্ষকে ২/০৬/২০২৫ ইং তারিখ বিরোধীয় জমির কাগজপত্র সহ বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালতে উপস্থিত থাকার অনুুরোধ করেন।
এমতাবস্থায় গত ২২/৫/২০২৫ইং তারিখ সকল আইন আদালতের তোয়াক্কা না করে সম্পুর্ন গাঁয়ের জোরে বিরোধীয় জমিতে পাকা ঘর নির্মানে লেবার কাজ শুরু করে।
আমি নিরুপায় হয়ে দুমকি থানায় মৌখিক ভাবে জানাইলে এসআই আমিনুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসে। এসআই আমিনুল ইসলাম আদালতে নির্দেশ মতে জমিতে ১৪৪ ধারা বলতৎ থাকায় কাজ বন্ধ রাখতে বললে অভিযুক্ত সহিদ সরদারের তিন মেয়ে পুলিশকে অকথ্য ভাষায় গালাগালি করে।
পুলিশের উপস্থিতিতেই আমাদের দেখে নেয়ার হুমকি দেয়। তাদের হুমকিতে আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক