জি কে শামীম করোনা শনাক্ত, কারাগারের ওয়ার্ড লকডাউন

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

জি কে শামীম করোনা শনাক্ত, কারাগারের ওয়ার্ড লকডাউন
নিউজটি শেয়ার করুন

 

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হওয়া বিতর্কিত ঠিকাদার ও যুবলীগের সাবেক সমবায় সম্পাদক জি কে শামীম করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে ভর্তি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ)।

 

সোমবার (১৯ এপ্রিল) বিকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তার করোনা আক্রান্তের পর কারারারের একটি ওয়ার্ড ও হাসপাতালের অপর একটি ওয়ার্ড লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

জেলার বলেন, কয়েকদিন আগে কারাগারে থাকা জি কে শামীম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থা ঠিক না হলে গত তিনদিন আগে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে।

 

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় বিদেশি মদ ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ জি কে শামীমকে তার নিকেতনের বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ