খেলাধুলা

জিদানের করোনা পজিটিভ

By admin

January 22, 2021

 

স্পোর্টস ডেস্ক : চারদিক থেকে দুঃসময় ঘিরে ধরেছে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানকে। লা-লিগায় সর্বশেষ দুই ম্যাচের একটিতে হার ও ড্রয়ের পর কোপা দেল রের ম্যাচে পুঁচকে অ্যালকয়ানার বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছে এল গ্যালাকটিকোদের।

 

দলের এমন পরিস্থিতিতে নতুন দুঃসংবাদ পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। করোনা আক্রান্ত হয়েছেন ১৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটির ফ্রেঞ্চ কোচ জিনেদিন জিদান।

 

শুক্রবার (২২ জানুয়ারি) স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

লা-লিগার রিয়ালের পরবর্তী ম্যাচ আলাভেসের বিপক্ষে। ম্যাচটির জন্য নির্ধারিত প্রেস কনাফারেন্সের আগেই এমন সংবাদ আসে রিয়াল শিবিরে। করোনায় আক্রান্ত হওয়ায় পরবর্তী ম্যাচগুলোতে রিয়ালের ডাগ আউটে দেখা যাবে না জিদানকে।

 

পরবর্তী ম্যাচগুলোতে দলটির প্রধান কোচের দায়িত্বপালন করবেন তারই সহকারী ডেভিড বেত্তোনি।

 

আলাভাসের বিপক্ষে জিদান শিষ্যরা লড়বেন ২৪ জানুয়ারি। এরপর লেভান্তের বিপক্ষে ৩০ জানুয়ারি, হুয়েস্কার বিপক্ষে ৬ ফেব্রুয়ারি এবং গেতাফের বিপক্ষে ৯ ফেব্রুয়ারি মাঠে নামবে এল গ্যালাকটিকোরা। এ কয়টি ম্যাচেই রিয়াল বসকে দেখা যাবে না ডাগ আউটে।

 

উল্লেখ্য, লা-লিগায় এ পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট অর্জন করেছে গতবারের শিরোপাজয়ীরা। ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে জিদানের দল।

 

রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে লা-লিগায় পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ১৮ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।