জাহাঙ্গীরকে স্থায়ীভাবে বহিষ্কার করলো আওয়ামী লীগ

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৩

জাহাঙ্গীরকে স্থায়ীভাবে বহিষ্কার করলো আওয়ামী লীগ
নিউজটি শেয়ার করুন

 

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: গাজীপুর সিটি কর্পোরেশনের বহিষ্কৃত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

 

 

সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।

 

 

এর আগে ২০১৯ সালের ১৯ নভেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে ঐ সিদ্ধান্ত হয়। ঐ বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

প্রসঙ্গত, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নিজের মায়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ