ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার করোনা পরীক্ষায় তার পজিটিভ ফল এসেছে বলে জানিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কানাডার এই প্রধানমন্ত্রীর করোনা আক্রান্তের খবর দেওয়া হয়েছে।
ট্রুডো বলেছেন, কোভিড-১৯ পরীক্ষায় তার পজিটিভ ফল এসেছে। বর্তমানে তিনি সুস্থ বোধ করছেন। দেশটির জনস্বাস্থ্য বিধি মেনে অনলাইনের মাধ্যমে সরকারি কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জাস্টিন ট্রুডো বলেন, আজ সকালে পরীক্ষায় আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। আমি ভালো বোধ করছি। চলতি সপ্তাহে জনস্বাস্থ্য বিধি মেনে দূর থেকে কাজ চালিয়ে যাব। দয়া করে সবাই টিকা নিন এবং অন্যদের উত্সাহিত করুন।
এর আগে, গত সপ্তাহে জাস্টিন ট্রুডোর এক সন্তান করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে যান কানাডার এই প্রধানমন্ত্রী। তবে সেই সময় করোনার র্যাপিড টেস্টে নেগেটিভ ফল আসে তার।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক