জমি সংক্রান্ত বিরোধে বরগুনায় বৃদ্ধকে হত্যা চেষ্টা

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক: বরগুনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ শাহজাহান হাওলাদার(৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।

 

বুধবার সকাল সাড়ে ছয়টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আহত শাহজাহান বরগুনার ২ নংবড়গৌরী চন্দ্রা এলাকার বাসিন্দা মৃত মহব্বত আলী হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মৃত কাদের এর ছেলে মিন্টুর সাথে দীর্ঘদিন যাবত ৭ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি বিরোধকে কেন্দ্র করে মিন্টু ও তার ভাগিনা সোহাগ বিভিন্ন সময়ে শাহজাহান হাওলাদার এর পরিবারের উপরে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে উভয় মাঝে দ্বন্দ্ব বিরাজমান।

 

ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী মিন্টু তার বাগিনা সোহাগ, ইব্রাহিম নাসিমা সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে শাহজাহান হাওলাদার এর উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে শাহজাহান হাওলাদারের ডান হাত ভেঙে যায় ও শরীরের নানান স্থানে ফুলা জখম হয়। এ সময় তার ডাক চিৎকার শুনে স্ত্রী রাহিমা বেগম ছুটে আসলে তাকে মারধর করে। পরে স্থানীয়রা আহত শাহজাহান হাওলাদার কে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ