জন্মদিনে নিজের বুকেই গুলি চালালো ৩ বছরের শিশু

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

জন্মদিনে নিজের বুকেই গুলি চালালো ৩ বছরের শিশু
নিউজটি শেয়ার করুন

 

জন্মদিনে নিজের বুকেই গুলি করে বসলো ৩ বছরের এক শিশু। গত শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনের উত্তর-পূর্বে ৪০ কি.মি. দূরে পোর্টার শহরে এই ঘটনা ঘটেছে।

 

পরিবার ও বন্ধুদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করছিল ৩ বছরের ওই শিশুটি। পার্টির মাঝে হঠাৎ সবাই গুলির শব্দে চমকে উঠেন।

 

পুলিশ জানায়, বুকে গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে আত্মীয়ের পকেট থেকে পড়ে যাওয়া পিস্তল দিয়েই এই কাণ্ড ঘটেছে।

 

এখন অবধি পাওয়া তথ্য জানিয়েছে, মার্কিন মুল্লুকে এখন অবধি শিশুদের দ্বারা ২২৯টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। যার ফলে কমপক্ষে ৯৭ জনের মৃত্যু হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ