বিনোদন

জনপ্রিয় অভিনেতা সাগর হুদা আর নেই

By admin

August 31, 2022

 

জনপ্রিয় অভিনেতা সাগর হুদা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অন্যদিকে নির্মাতা মাবরুর রশিদ বান্না অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

 

তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

 

সাগর হুদা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি’।