লিড নিউজ

ছেলের ৫ তলা বাড়িতে জায়গা হয়নি বাবার, থাকেন মুরগির ঘরে

By admin

November 22, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: কুমিল্লায় পাঁচ তলা বাড়ির মালিক শামসুল হক। সাত শতক জমির ওপর নির্মিত ‘হক মঞ্জিল’ নামের ওই ভবনের তিন তলায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন তিনি। সেই ভবনের ছাদের ওপর এক টিনের ঝুপড়ি ঘরে ঠাঁই হয়েছে তার বৃদ্ধ বাবা ইয়াকুব আলীর। ঘরের এক পাশে মুরগি খামার, অন্যপাশে বস্ত্রহীন অবস্থায় পড়ে আছেন অসুস্থ ইয়াকুব।

 

 

 

ভুক্তভোগী ইয়াকুব আলী (৮০) কুমিল্লা লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ডে কলেজে রোড ও পশ্চিমগাঁও পুরান বাজার এলাকার বাসিন্দা। অভিযুক্ত শামসুল হক ইয়াকুব আলীর বড় ছেলে। তিনি ছাড়াও ইয়াকুব আলীর আরও এক ছেলে এবং পাঁচ মেয়ে রয়েছেন। তবে অসহায় বাবার খবর রাখেন না কেউ। ছোট ছেলে প্রবাসে তার স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে, বাবার সম্পত্তির ভাগ বুঝে নিয়ে যে যার মতো স্বামী-সন্তান নিয়ে সংসার করছেন। তারাও খোঁজ রাখেন না বৃদ্ধ বাবার। তাই বাধ্য হয়েই বড় ছেলের বাড়ির ছাদে চরম অবহেলায় দিন কাটাচ্ছেন ইয়াকুব আলী।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।  ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, একটি ৫ তলা বাড়ির ছাদে মুরগীর খোয়াড়ের পাশে একটি ঘরে শুয়ে আছেন বৃদ্ধ ইয়াকুব আলী। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা খাতুন বৃদ্ধ ইয়াকুব আলীর ছেলে শামসুল হককে শাসাচ্ছেন। এ সময় উচ্চস্বরে কথা বলতে দেখা যায় শামসুল হককে।

 

 

তিনি বলেন, আমার দাঁতের যত্ন আমি কীভাবে নেব এটা আমার ব্যাপার, আপনাদের কী? এ সময় উপজেলা নির্বাহী অফিসার পিতার-মাতার হক আইন ২০১৩ অনুযায়ী আইনি ব্যবস্থার কথা বললে শান্ত হন শামসুল হক। ইউএনও ইয়াকুব আলীর দেখভাল ও থাকার সুব্যবস্থার জন্য তাকে এক দিন সময় দেন।

 

 

এ সময় লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সায়েদ বাচ্চু বলেন, বৃদ্ধ ইয়াকুব আলী উপজেলা কান্দিরপাড় ইউনিয়ন ছনগাঁও গ্রামের নিজ বাড়িতে স্ত্রী ও দুই ছেলে, পাঁচ মেয়ে নিয়ে থাকতেন। ২০০৬ সালে তার স্ত্রীর মৃত্যুর পর অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। তার বড় ছেলে প্রবাসফেরত শামসুল হক ২০০৭ সালে উপজেলার পশ্চিমগাঁও পুরান বাজার এলাকায় সাত শতক জায়গার ওপর ‘হক মঞ্জিল’ নামে একটি বহুতল ভবন নির্মাণ করেছেন।

 

 

এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন বলেন, রোববার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। পরে বৃদ্ধ বাবাকে ছাদ থেকে তাদের বাসায় নিয়ে আসার জন্য সময় দেওয়া হয়েছে। যদি তারা দায়িত্ব পালন না করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।