ছারছিনায় তিনদিন ব্যাপী মাহফিলের আখেরী মোনাজাত অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

নুরুল্লাহ্ সিকদার, বরিশাল : ছারছিনা দরবার শরীফের ১৩১তম ইসালে সওয়াব মাহফিলের আখেরী মোনজাত অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার জোহর নামাজ বাদ তিনদিন ব্যাপী মাহফিলের আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারের গদ্দীনসীন পীর আলহাজ্ব শাহ মোঃ মোহেবুল্লাহ।

 

আখেরী মোনজাত পূর্ব বয়ানে মুরিদদের উদ্দেশ্য করে পীর সাহেব আলহাজ্ব শাহ মোঃ মোহেবুল্লাহ বলেন, আল্লাহ ও তার রসুলের প্রতিটি হুকুম আহকাম মেনে চলা আমাদের প্রধান কাজ। প্রত্যেক মুসলমান নর নারীকে কুরআন ও সুন্নাহর নির্দেশনা মতো জীবন যাপন করা উচিৎ। একজন মানুষ যদি কোরআন হাদিসের আদেশ মেনে ইসলামের পথে চলে, তাহলে সে কখনো সন্ত্রাসী কর্মকান্ড বা অন্যায় করতে পারেনা।

 

ইসলামী আদলে নিজেকে গঠনকরা ইমানী কর্মের অংশ বলে মন্তব্য করেন পীর সাহেব ছারছীনা।

 

এ ছাড়াও তিন দিনের ওয়াজ মাহফিলে বয়ান করেন পীীর সাহেবের বড় ছেলে শাহ আবু নসর নেছার উদ্দিন আহম্মদ হোসাইন, পীর সাহেবের বড় জামাতা মাওলানা আব্দুর রহমান বেগ, মাওলানা রুহুল আমিন ছালেহী, মাওলানা আব্দুল গাফ্ফার, মাওলানা হায়দার হোসেইন্ প্রমুখ।মোনাজাতের পূর্বে আরো বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার মো. সাইদুর রহমান।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ