সারাবাংলা

‘ছাত্রলীগের নেশা আমাকে শেষ করে দিল’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

By admin

November 07, 2020

 

সাতক্ষীরার তালা উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেখ রিয়াদ হোসেন বাবু (২৬) নামের এক ছাত্রলীগ কর্মী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে কীটনাশক পান করেন তিনি। পরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

 

নিহত বাবু তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশচন্দ্রকার্টি গ্রামের শেখ মনজুর হোসেনের ছেলে।

 

রিয়াদের চাচা মিজবাহ্ রহমান জানান, শুক্রবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সে নিজ বাড়িতে বিষপান করে। তৎক্ষনাত তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

 

এদিকে কীটনাশক পানের আগে নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন রিয়াদ বাবু। সেখানে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি তার দিকে আরেকটু খেয়াল রাখলে হয়তো এমন ঘটনা ঘটতো না বলেও উল্লেখ করেছেন তিনি।

 

স্ট্যাটাসের শেষভাগে তিনি বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে লিখেছেন, ‘এই ছাত্রলীগের নেশাটাই আমাকে শেষ করে দিল’।