নাটোরের লালপুরে ছাত্রদল নেতাসহ ‘ইমো হ্যাকার’ ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদেরকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।
গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত (১৮), জিয়া সরকারের ছেলে জাহিদ হাসান জীবন (১৯) ও ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার পারভেজ পল্লব (৩১)।
জানা গেছে, অভিযানকালে আটককৃতদের কাছে থেকে কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাদেরকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘অভিযানকালে আটককৃতদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’