চরফ্যাসনে ভোটার তালিকায় ৩ রোহিঙ্গা নাগরিক

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

চরফ্যাসনে ভোটার তালিকায় ৩ রোহিঙ্গা নাগরিক
নিউজটি শেয়ার করুন

 

ভোলা : চরফ্যাসন উপজেলায় ভোটার তালিকায় অবৈধভাবে অন্তর্ভুক্ত হওয়া তিন রোহিঙ্গা নাগরিককে সনাক্ত করেছে উপজেলা নির্বাচন অফিস। যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

 

সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভূক্ত হলেন, উপজেলার মুজিবনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড থেকে মোঃ সজিব (১৮) পিতা আঃ সাত্তার ও মাতা বকুল বেগম ভোটার আইডি নং ৪৬৫৯৯৫১১৪১। চরমাদ্রাজ ইউনিয়ন ৪নং ওয়ার্ড থেকে মোঃ রাসেল (২২) পিতা-তোফায়েল আহম্মেদ মাতা রাশিদা বেগম ভোটার আইডি নং ৪২০৩১৪৭০৪৮ ও নজরুল নগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড থেকে মোঃ জুয়েল (২৫) পিতা মোঃ রতন মাতা আয়শা বেগম ভোটার আইডি নং ১৫০৯৬৬৯৯১৫।

 

জানা যায়, এ তিন রোহিঙ্গা নাগরিক তাদের প্রকৃত পরিচয় আড়াল করে এক শ্রেণির অসাধু চক্রের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ ও নাগরিক সনদ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রে নাম অন্তর্ভূক্ত করেছে।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, ৩ জন রোহিঙ্গা যুবক চরফ্যাসনের তিনটি এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশন তাদের সব ডকুমেন্ট যাচাই-বাছাই করতে নির্দেশ দিয়েছে। যদি যাচাই-বাছাই শেষে প্রমাণিত হয় তাহলে তাদের ভোটার আইডি থেকে নাম বাদ দেওয়া হবে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ