ভোলার চরফ্যাসন থানা পুলিশ বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছেন। অপরদিকে দুলার হাট থানা পুলিশ চর মোতাহার গ্রাম থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে দুই ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করেন। তবে দুই লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ দুটির বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চরফ্যাসন থানায় একটি ইউডি মামলা করে লাশ দুটি শুক্রবার ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
এদিকে দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন জানান, দুলারহাট থানাধীন মুজিবনগরের চর মোতাহার গ্রামে গত মঙ্গলবার জেসমিন ( ৩০) নামের এক গৃহবধু বসত ঘরের গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে একটি ইউডি মামলা করে লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। প্রাথমিক ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়না তদন্ত রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। নিহত জেসমিন উপজেলার চর মোতাহার গ্রামের নাসিম ফরাজীর স্ত্রী।