বরিশাল বিভাগ

চরফ্যাশনে মাস্ক না পরায় ২৬ জনকে ৪২ হাজার টাকা জরিমানা

By admin

November 13, 2020

 

ভোলা : ভোলার চরফ্যাশনে মাস্ক না পরায় ২৬ জনকে ৪২ হাজার ১শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চরফ্যাশন বাজারে ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড প্রদান করেছেন। দণ্ডিত ২৬ জনের মধ্যে চরফ্যাশন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনতা রয়েছে।

 

চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনায় আক্রান্তের সংখ্যা না কমলেও স্বাস্থ্য বিধি মানার প্রবণতা একেবারেই কমে গেছে৷ তাই করোনাভাইরাস এর বিস্তার বন্ধে, নিজে এবং পরিবারকে সুস্থ রাখতে সকলকে মাস্ক ব্যবহার করতে হবে।