চরফ্যাশনের শশীভূষণ থানা এলাকায় সেচ পাম্পের বিদ্যুৎ স্পর্শে শাহাবুল ইসলাম(৩৫) নামের এক যুবককের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চরকলমী ইউনিয়নের উত্তর মঙ্গল গ্রামে এঘটনা ঘটে। স্বজনরা বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত অবস্থায় যুবক শাহাবুলকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাবুল ওই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী সততা নিশ্চিত করেছেন।