বরিশাল বিভাগ

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

By admin

February 10, 2021

 

ভোলা : ভোলা চরফ্যাশন উপজেলায় ওমরপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।

 

চরফ্যাসন উপজেলার ওমরপুরে মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ওমরপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

নিহত গোলেনুর বেগম (৪০) ওমরপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামের মোঃ খোরশেদ পাটুয়ারীর স্ত্রী।

 

জানা যায়, বুধবার সকালে গোলেনুর বেগম গরুর ঘাস সংগ্রহে করতে মাজেদুর রহমান পাটয়ারী বাড়ির দক্ষিন পাশে জহিরের মাছের খামারের দিকে গিয়েছিল। খামারের চারপাশে বেড়া দেওয়া বৈদ্যুতি তারের সাথে স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

 

চরফ্যাসন থানার ওসি মোঃ মনির হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।