ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১
ভোলা : চরফ্যাশন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র ও হলফনামায় স্বাক্ষর এবং মিল না থাকাসহ নানা অভিযোগে বিএনপির সমর্থিত মেয়র প্রার্থীসহ দুই জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩ জন সংরক্ষিত কাউন্সিলর, ৪ জন সাধারন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে চরফ্যাসন পৌরসভা নির্বাচনে ৫ মেয়র ও ৪৮জন কউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন সকল প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী হুমায়ুন কবির সিকদার এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থী মোঃ ইউছুফের মনোনয়ন বাতিল করা হয়।
বিএনপি প্রার্থীর আয়কর ও হলফনামা মিল না থাকা এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীর মেয়র পদে হলফ নামায় স্বাক্ষর না থাকায় প্রার্থী হিসেবে বাতিল বলে ঘোষনা করা হয়েছে।
এ ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার মঞ্জু, নাজমা বেগম ও হোসনেয়ারা এবং সাধারন কাউন্সিলর প্রার্থী আজাদ ৩নং ওয়ার্ড, ছালাউদ্দিন ৬নং ওয়ার্ড, ছিদ্দিক উল্লাহ মোক্তাদি ৮নং ওয়ার্ড, মোঃ করিম মুন্সী ৯নং ওয়ার্ড মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ১৯ জানুয়ারী ৫ম ধাপে চরফ্যাসন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারী চরফ্যাসন পৌরসভা নির্বাচন। ২১ জানুয়ারী ফরম বিতরণ শুরু হয়। গত ২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিল করেছেন মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারন কাউন্সিলরসহ মোট ৫৩ জন। ১১ তারিখ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক