ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২১
ভোলার চরফ্যাশন উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই দস্যু নিহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) ভোরে দিকে কুকরি-কুকরিতে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
এ সময় তিনটি রাম দা, একটি গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরিতে একদল দস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের পর দস্যুরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে দুই দস্যুর গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র পাওয়া যায়। তবে এ দস্যু দলটি কোন বাহিনীর, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক