ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মে ৪, ২০২১
ভোলা: চরফ্যাশনে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার হাজারিগঞ্জ ও আসলামপুর ইউনিয়নে মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালু বেপারীর ছেলে শাহে আলম (৩৫) ও আসলামপুর ইউনিয়নের বর্দার হাট ৯নং ওয়ার্ডের বাসিন্দা হানিফ চৌকিদারের ছেলে আলাউদ্দিন (৩৯)।
আসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাস্টার জানান, দুপুরে কৃষক আলাউদ্দিন পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ দিচ্ছিলেন। এ সময় হটাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ।
অপদিকে হাজারীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মো: সেলিম হাওলাদার জানান, পূর্ব হাজারীগঞ্জ গ্রামের কৃষক শাহে আলম জমিতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে দগ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক