চরফ্যাশনে পরিত্যক্ত ভবন থেকে জেলের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে আনোয়ার হোসেন (৩৭) নামে জেলের লাশ মঙ্গলবার দুপুরে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের চর নিউটন ৫ নং ওয়ার্ডস্থ নদীরপাড়ে পরিত্যাক্ত জৈনপুরি হুজুরের ক্যাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত আনোয়ার হোসেন স্থানীয় শাহ আলম মাষ্টারের ছেলে। সে একটি মাছ ধরা নৌকার মাঝি ছিল।

 

জানা যায়, সকালে আনুমানিক ৯ ঘটিকার সময় কিছু শিশু কিশোররা খেলাধুলা করতে নদীর পাড়ে গেলে পরিত্যক্ত ঘরটিতে লাশ দেখে চিৎকার দিয়ে দৌড়ে দোকানের কাছে লোকজনকে জানান। পরে স্থানীয়রা থানায় অবগত করলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

 

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের পরিবার অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ