বরিশাল বিভাগ

চরফ্যাশনে নার্সের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

By admin

January 07, 2021

 

ভোলা : চরফ্যাশনের দুলারহাট থানার রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত মাতৃসদন শিশু কল্যাণ কেন্দ্রের নার্সের ভুল চিকিৎসায় স্বপ্না বেগম (৩২)নামের এক প্রসূতি মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

বুধবার সন্ধ্যায় সন্তান প্রসবের পর প্রসূতি নারীর অধিক রক্তক্ষরণে অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে পাঠানো হয়। চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত প্রসূতি নারী স্বপ্না আহম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. সোহেলের স্ত্রী।

 

নিহতের স্বামী সোহেল জানান, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে বুধবার সন্ধ্যায় দুলারহাট মাতৃসদন শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। ওই সময় নার্স রাশিদা বেগম তার স্ত্রীকে একাধিক ইনজেকশন পুশ করে সন্তান প্রসব করান। সন্তান প্রসবের পর নার্সের ভুল চিকিৎসায় তার স্ত্রীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রে থেকে দ্রুত চরফ্যাশন হাসপাতালে নিয়ে যেতে বলেন।

 

অভিযুক্ত রাশিদা বেগম জানান, নার্সিং প্রশিক্ষণ নিয়ে মাতৃসদন শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। আগে থেকেই ওই মাতৃসদন শিশুকল্যাণ কেন্দ্রে নারীদের সন্তান প্রসব করানো হয়। স্বপ্না নামের ওই নারী সন্তান প্রসব করাতে এলে নরমালেই তার সন্তান প্রসব হয়। তার অত্যাধিক রক্তক্ষরণ শুরু হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।