চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশনের শশীভূষণ খাদ্য গুদামের সাবেক কর্মকর্তা কমল দে’র বিরুদ্ধে গুদামে রক্ষিত জব্দকৃত ১২ শ কেজি জি আর’র চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি বদলি হয়ে যাওয়ার আগে চালগুলো বিক্রি করে টাকা আত্মসাত করেছেন বলে জানা গেছে।বর্তমানে তিনি বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে পদনোন্নীত নিয়ে যোাগদান করে কর্মরত আছেন।
শশীভূষণ খাদ্য গুদামের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাত জাহান মনা বলেন, কমল দে সরকারি চাল’র বাহিরে আমাকে বাড়তি কোন চাল বুঝিয়ে দিয়ে যাননি।
জব্দকৃত চাল কোথায় আছে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা কমল দে বলেন, আরে ভাই এত কিছু জিজ্ঞেস করেন কেন ? একটু সেক্রিপাইস দৃষ্টিতে দেখেন।
চরফ্যাশন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অঃদাঃ) মো. মোশারেফ হোসেন বলেন, বিষয়টি জানার পর আমি তাকে মোবাইল ফোনে জানতে চেয়েছি কিন্তু তিনি সদোত্তর দিতে পারেন নি।
উপজেলা নির্বাহী অফিসার মো.আল নোমান জানান, বিষয়টি আমার জানা ছিলনা আমি বিয়টি খতিয়ে দেখবো।
উল্লেখ্য খাদ্য অফিস সুত্রে জানাগেছে, ২০২০ সনের ২২ অক্টোবর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন রসুলপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের জনৈক সেলিমের ঘর থেকে ১২শ কেজি (৪০বস্তা) চাল জব্দ করে গুদাম কর্মকর্তা কমল দে’র জিম্মায় রাখেন । ওই চালই তিনি আত্মসাত করেছেন বলে জানা যায়।