ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২
চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশনে উপজলার জাহানপুর ৩নং ওয়ার্ডের ইউপির সদস্য মজিবুর রহমান নোয়াব ওরপে (নোয়াব পঞ্চায়েত) কে ইয়াবাসহ আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ৯.৪০ মিনিটের দিকে উপজেলার টাউন হলের দক্ষিণ পাশে সিরাজ মিয়ার বাসার পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটককৃত নোয়াব (৩৫) চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মোতাহার মিয়ার ছেলে।
চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক(এস আই)মোা. রাসেল জানান, মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক ইউপি সদস্য নোয়াবের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮সালের ধারা মেতাবেক মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং০৭ ।
এস আই রাসেল বলেন, তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বুধবার সকালে তাকে চরফ্যাশন আদালতের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক