সারাবাংলা

চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা করে আসামি ছিনতাই

By admin

October 20, 2020

 

চট্টগ্রামের লোহাগাড়ায় নজুমুন্নেসা সরকারী প্রাথমিক ভোটকেন্দ্রে নির্বাহী ম্যজিস্ট্রেটের গাড়ীতে ককটেল হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা। হামলায় সহকারী কমিশনারের গাড়ী চালক শাহেদ আহত হন।

 

আজ মঙ্গলবার দুপুরে, এ ঘটনা ঘটে। ওই ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন ও আওয়ামী লীগ প্রার্থী নুরুসসাফার অনুসারীরা বিশৃংখলা সৃষ্টি করে।

 

এ সময় লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার নীলুফার ইয়াসমিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মহিবুল্লাহ নামে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তি আওয়ামী লীগ প্রার্থীর অনুসারী বলে জানা গেছে। এ সময় স্থানীয়রা তাকে ছেড়ে দেয়ার জন্য বিক্ষোভ করতে থাকে।

 

পরে সহকারী কমিশনারের গাড়ীতে ককটেল হামলা চালিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেয়া হয়।