ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
৭৩৫ কেন্দ্রের মধ্যে ৩৬৮ কেন্দ্রের ফলাফলে তিনি ৩,৬৯,২৪৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২,৪৮৯ ভোট।
বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থীর ভোটের ব্যবধান রয়েছে ৩লাখ ১৬ হাজার ৭৫৯।
এ নির্বাচনে ভোট পড়ার হার ২২ দশমিক ৫২ শতাংশ। সংঘর্ষের কারণে বাকি দুটি কেন্দ্রের ফল স্থগিত রয়েছে।
চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে মোট ৭৩৫টি ভোটকেন্দ্রে মেয়র পদে ভোট গ্রহন করা হয়েছে। এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন পুরুষ ও ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ নারী ভোটার। প্রতিটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন করা হয়েছে।
এবার নির্বাচনে মেয়র পদে প্রধান দুই দলের রেজাউল করিম ও ডা. শাহাদাত ছাড়া অন্যান্যদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা) প্রতিক নিয়ে মোট ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক