ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫
চক্ষু বিজ্ঞান হাসপাতালের নার্স-কর্মচারীদের কর্মবিরতিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর ১২টার দিকে একদল দুর্বৃত্তরা লাঠি ও রড নিয়ে তাদের ওপর হামলা করে।
জানা যায় গতকাল হাসপাতালের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে তার নিজ রুমে অবরুদ্ধ করে আহত জুলাই যোদ্ধারা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু করেন হাসপাতালের নার্স ও কর্মচারী। এতে চারশ থেকে পাঁচশ রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যান।
ফাতেমা খাতুনের আজ চোখের ছানি অপারেশন হওয়ার কথা ছিল। তবে কর্মবিরতি থাকার কারণে সেটা করা সম্ভব হয়নি তার বড় ছেলে শাহিদুর ইসলাম বলেন, বুধবার সকালে আমার মায়ের অপারেশন করার কথা ছিল। হাসপাতালে এসে দেখেছি নার্স ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছে, অস্ত্রোপচারের বিষয় জানতে চাইলে কেউ কোনো কথা বলতে রাজি হননি। শুধু আমার মায়ের না কয়েকশ রোগীকে সেবা না পেয়ে ফিরে যেতে দেখেছি।
পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, আমাকে কাল কার্যালয়ে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধারা। এ সময় একাধিক ব্যক্তি গায়ে কেরোসিন ও পেট্রল ঢেলে আত্মহত্যার হুমকি দেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাই চিকিৎসক ও নার্সরা জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক