শিরোনাম

ঘোড়া জবাই করে বিক্রির সময় একজন আটক

By admin

July 01, 2025

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়ার সময় মঙ্গলবার ভোরে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছেন। এ সময় উদ্ধার করা হয় জবাইকৃত পাঁচটি ঘোড়ার মাংস ও উচ্ছিষ্ট অংশ। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরেই এসব ঘোড়ার মাংস রাজধানীসহ আশপাশের এলাকায় গরুর মাংস বলে বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি হতো।

 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, পূর্বাচল নতুন শহরের ১০ নম্বর সেক্টরের একটি নির্জন প্লটে আনসার সদস্যরা টহলকালে দেখতে পান, একটি চক্র ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়া করছে। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্যরা দেয়াল টপকে পালিয়ে গেলেও ফয়েজ মিয়া নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

 

তিনি আরও জানান, চক্রটি দীর্ঘদিন ধরে পূর্বাচলের নির্জন জায়গায় ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে রাজধানী ও আশপাশের জেলাগুলোর বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহ করতো। প্রশাসন এই প্রতারণা প্রতিরোধে আরও কঠোরভাবে কাজ করবে বলেও তিনি জানান।