ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১
বরগুনা : বরগুনার পাথরঘাটায় এসটিকে এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইক্লোন সেল্টার নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ উঠেছে।
সরেজমিন জানা গেছে, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নে হাড়িটানা ইসলামিয়া ছালেহিয়া (হাসেমিয়া) এতিমখানা মাদ্রাসা ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৭ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে মাদরাসা ভবনটি ভেঙে যায়। গত ২০১৮ সালের মে মাসে পাথরঘাটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দরপত্রের (টেন্ডার) আহ্বান করলে এসটিকে এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়।
১২ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও প্রায় ২৪ মাসেও কাজ শেষ হয়নি। ওই ভবনের নির্মাণ কাজের শুরুতেই নানা অনিয়ম ধরা পড়ে। কর্তৃপক্ষ কাজটি বন্ধ করে দিলে ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তাওহিদুল ইসলাম তদারকি কর্তৃপক্ষের সাথে দেনদরবার করে আবারো কাজ করা শুরু করেন।
কিছুদিন ভালো কাজ করে আবারও নিম্নমানের কাজ শুরু করেন তারা। ওই ভবনে গত রোববার সকালে চিপ (ছোটপাথর) পরিবর্তে পচা ইটের খোয়া (রাবিশ) দিয়ে ছাদ ঢালাইয়ের কাজ শুরু করলে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করে আবারো কাজটি বন্ধ করে দেন।
পাথরঘাটা উপজলো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, অনিয়মের কথা জানতে পেরেই ইটের সুরকিগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। যতদিন চিপ (ছোটপাথর) না আসবে, ততদিন কাজ বন্ধ থাকবে। এরকম অনিয়ম চলতে থাকলে তাদের বিল বন্ধ করে দেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক