গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ
নিউজটি শেয়ার করুন

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

 

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মিঠামইন উপজেলার কাটখাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

 

পুলিশের উপ-পরিদর্শক মো. মাসুদ মিয়া জানান, কাটখাল গ্রামের আবদুস সালামের বাড়িতে দুপুরে রান্না করার সময় গ্যাসের পাইপের লিক থেকে গ্যাস বের হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়লে বিস্ফোরণ ঘটে। এতে তার স্ত্রী সিপাইনেছা, দুই ছেলে কামাল ও আনোয়ার, মেয়ে তাসলিমা, দুই নাতি উম্মে হাবিবা ও পারভীনসহ নয়জন গ্যাসের আগুনে দগ্ধ হয়।

 

তিনি আরও জানান, স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে দগ্ধদের উদ্ধার করেন। পরে আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ