স্টাফ রিপোর্টার ::বরিশালের গৌরনদীতে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে এসএসসি পরিক্ষার্থী। ঘটনাটি উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামের।
ওই গ্রামের মৃত আবুল হাসান কবিরাজের ছেলে হালিম কবিরাজ বলেন, গত তিন বছর আগে তার ছোট ভাই আমিনুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই বংশের প্রবাসী আব্দুল হক কবিরাজের মেয়ের (১৭) সাথে। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর পারিবারিক ভাবে চেষ্টা করেও উভয়কে ফেরাতে ব্যর্থ হই। ওই প্রেমের সূত্রধরে শনিবার এসএসসি পরীক্ষার শেষ দিন আমার ভাই ও তার প্রেমিকা পালিয়ে যায়।
এঘটনায় আমার ভাইয়ের প্রেমিকার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার সকালে বিষয়টি পারিবারিক ভাবে সমাধানের জন্য চেষ্টার মধ্যেই গৌরনদী মডেল থানার এসআই শাহজাহানের নেতৃত্বে আমার বৃদ্ধা মা ও অসুস্থ চাচাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
অভিযোগ করে তিনি (হালিম) বলেন, ভুল করলে আমার ভাই করেছে কিন্তু আমার মা তো কোন দোষ করেনি। অথচ তাকেও আটক করা হয়েছে।
এ বিষয়ে জানতে পালিয়ে যাওয়া পরীক্ষার্থীর পরিবারের সাথে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আটকের সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার এসআই মোঃ শাহজাহান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।